কেরানীগঞ্জের হাটগুলোতে আসছে কোরবানির পশু

RisingBD – Home

ঈদুল আজহার বাকি আর মাত্র সাতদিন। ঈদকে সামনে রেখে কেরানীগঞ্জের হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। দেশের বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যাপারীরা গরু-ছাগল নিয়ে হাটে আসছেন।

বিক্রেতারা জানান, এখনো বেচাবিক্রি জমে ওঠেনি। রবিবার (১ জুন) সকাল থেকে ক্রেতারা আসতে শুরু করবেন হাটে। 

রাজশাহী থেকে কেরানীগঞ্জের জিনজিরা হাটে গরু বিক্রি করতে আসা ব্যাপারী ফাহিম বলেন, ‍“আমরা প্রতিবছর জিনজিরা হাটে ৫০-৬০টি কোরবানির পশু নিয়ে আসি। এ হাটে বিক্রি ভালো হয়, পশুর দামও ভালো পাওয়া যায়। তাই আমরা যত কষ্টই হোক এ হাটেই আসি। এখানে হাট কর্তৃপক্ষ আমাদের জন্য পর্যাপ্ত থাকা ও নিরাপত্তার ব্যবস্থা করেছে।” 

জামালপুর থেকে কেরানীগঞ্জের আগানগর হাটে গরু নিয়ে আসা কলিম ব্যাপারী বলেন, “আমরা গরিব মানুষ, একটু বেশি দাম পাওয়ার আশায় ঢাকার কেরানীগঞ্জের হাটে পশু নিয়ে আসি। এখনো গরু বেচাকেনা শুরু হয়নি। আমি ৩০টি গরু এনেছি। যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে আমাদের থাকতে একটু কষ্টই হচ্ছে। যদি গরুর দাম ভালো পাই তাহলে এই কষ্ট থাকবে না।”

জিনজিরা হাটে গরুর দাম যাছাইয়ে আসা ইয়াসিন বলেন, “পশুর হাটে ঘুরছি, যদি দামে বনিবনা হয়; তাহলে কোরবানির জন্য পশু কিনে বাসায় যাব। এখন পশুর অনেক দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। আশা করি, আরো পশু হাটে এলে দাম কমে যাবে। গত বছরের চেয়ে এবার অনেক আগেই হাটে বেশি গরু উঠেছে। দুইদিন পর আরো গরু হাটে আসলে মনে হয় দাম অনেকটাই কমে যাবে।”

জিনজিরা হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবু বলেন, “কোরবানির হাটের প্রস্তুতি শেষ বললেই চলে। নিরাপত্তার জন্য পুরো মাঠে আলোসহ সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। শতাধিক সেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। ইতোমধ্যে হাটে পশুতে ভরে গেছে। রবিবার থেকে বেচাকেনা জমে উঠবে বলে আশা করছি।”

আগানগর হাটের ইজারাদার আরশাদুর রহমান সপু বলেন, “আমাদের হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ট্রাকে করে গরু আনছেন। কোরবানির হাটের প্রস্তুতি শেষ বললেই চলে। নিরাপত্তার জন্য পুরো মাঠে আলোসহ সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। রবিবার থেকে বেচাকেনা জমে উঠবে। আমাদের হাটে আশা গরুর পাইকারদের থাকা খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।” 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. আলামিন তালুকদার বলেন, “কেরানীগঞ্জের প্রতিটি কোরবানির পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা  করা হয়েছে। প্রতিটি হাটে সিসি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। হাঁটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশের একাধিক টিম কাজ করছে।” 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *