কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Google Alert – কুকি চিন

ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন তারানগর ইউনিয়নের কাঠালতলীতে এক প্রবাসীর ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বুধবার রাতে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে নগদ সাত লাখ টাকা, প্রায় আট ভরি স্বর্ণালংকারসহ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।    

বাড়ির মালিক আব্দুল আজিজ জানান, বুধবার (৩ জুলাই) রাত তিনটার সময় ৭/৮ জন ডাকাত বাড়ির ছাদ বেয়ে বাসায় প্রবেশ করে। রুমের দরজা খোলা থাকায় কিছু বুঝার আগেই ডাকাত দল আমাদের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে ফেলে। শুরু করে তাদের ডাকাতির তাণ্ডব। এসময় মৃত্যুর ভয় দেখিয়ে তারা আলমারির চাবি নিয়ে নেয়। বাড়ির আসবাবপত্র এলোমেলো করে আলমারিতে রাখা নগদ ৭ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকারসহ বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু, সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার একটি সূত্র জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হচ্ছে। খুব শিগগিরই এই ঘটনার রহস্য উদঘাটন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তদন্ত কর্মকর্তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *