কোকুরা: যে শহর দুইবার পারমাণবিক বোমার শিকার হওয়া থেকে বেঁচে গিয়েছিল

Google Alert – সশস্ত্র

ছবির উৎস, Bettmann Archive/Getty Images

ছবির ক্যাপশান, ১৯৪৫ সালের নয়ই অগাস্ট জাপানের নাগাসাকি শহরের উপর পারমাণবিক বোমা ফেলা হয়

কোকুরা শহর এখন আর নেই।

কারণ ১৯৬৩ সালে কোকুরাসহ আরও চারটি শহর মিলিয়ে গঠিত হয় কিতাকিউশু। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত শহরটি বর্তমানে প্রায় ১০ লাখ মানুষের আবাসস্থল।

তারপরও কোকুরা নামটি এখনো জাপানের সাধারণ মানুষের মনে বেঁচে আছে। কারণ এ শহরের বিলুপ্তি হতে পারত আরও কম আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অনেক বেশি মর্মান্তিকভাবে।

যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে যে কয়টি শহরকে পারমাণবিক বোমা হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল, তার একটি ছিল কোকুরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *