কোরিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শেষ করলো

Google Alert – বাংলাদেশ


ছবি: বাফুফে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আজ কোরিয়ার বিপক্ষে মাঠে নামেছিল বাংলাদেশ। সমীকরণ ছিল স্পষ্ট; ম্যাচে জয় বা ড্র পেলে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে।

দুই দলের লড়াই শুরুতে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় উত্তেজনা তৈরি হয়, তবে শেষ পর্যন্ত র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা কোরিয়ার বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। ৬-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে।

হারলেও বাংলাদেশের সামনে এখনো মূল পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। সেরা তিন রানার্সআপ হতে পারলে লাল-সবুজের প্রতিনিধিরা মূল পর্বে খেলতে পারবে। তবে সেই পথ কঠিনই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।


কোরিয়ার বিপক্ষে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। প্রথমার্ধ শেষে সাগরিকার গোলে স্কোর ছিল ১-১। তবে দ্বিতীয়ার্ধে সব কিছু বদলে যায়। শারীরিক দিক থেকে এগিয়ে থাকা কোরিয়ার বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশের মেয়েরা।


ম্যাচের শুরুতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে থাকে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত আফঈদারা, তবে সতীর্থের লম্বা করে বাড়ানো বল কোরিয়ার গোলরক্ষকের কাছে গিয়ে পড়ে।


দুই দলই আক্রমণের সুযোগ খুঁজে নিয়েছিল। ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন সাগরিকা। সতীর্থ তৃষ্ণা রানীর কাছ থেকে বক্সের ভিতরে বল পান শান্তি মার্ডি। তার শট ফিরিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক হেইবেন। ফিরতি বল আলতো টোকায় দলকে এগিয়ে দেন সাগরিকা।


তবে বাংলাদেশের হাসি বেশি স্থায়ী হয়নি। ম্যাচের ১৯ মিনিটে চো ইয়ং সমতা ফেরান। ডি বক্সে ফাঁকায় থাকা কোরিয়ান এই ফুটবলারের শট সেভ করতে পারেননি স্বর্ণা রানী মন্ডল। এরপর ম্যাচের ৪৪ মিনিটে শিখার দূরপাল্লার শটও সহজেই তালুবন্দী করেন কোরিয়ার গোলরক্ষক।


দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচের ৪৭ মিনিটে বাংলাদেশের তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চো ইয়ং দলকে এগিয়ে দেন। ৬০ মিনিটে আবারও জাল কাঁপিয়ে ব্যবধান বাড়ান কোরিয়ার অধিনায়ক চো ইয়ং। ওয়ান টু ওয়ান পজিশনে এগিয়ে এসে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানীর ওপর দিয়ে চিপ করে সহজে গোল করেন তিনি।


৮৬ মিনিটে নবীরনের ভুলে পায় কোরিয়া পেনাল্টি, যা থেকে গোল করেন লি হান। বাংলাদেশ ব্যবধান কমানোর চেষ্টা করলেও উল্টো যোগ করা সময়ে আরও এক গোল করে লি হান। সতীর্থের ক্রস থেকে ডি বক্সে বল পেয়ে ফাঁকা থাকার সুযোগ নিয়ে হেডারে জালে বল জড়ান।


শেষ মুহূর্তে জিন হেরেনের গোলে ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কোরিয়া। তার শট ছিল বাংলাদেশের দুই ডিফেন্ডার এবং গোলরক্ষকের হাতের নিচ দিয়ে জালে প্রবেশকারী।


৬-১ ব্যবধানের বড় হারে বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা সংকুচিত হয়েছে। এখন বাংলাদেশের সামনে জটিল সমীকরণ মেলানোর হিসেব রয়েছে।


এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *