ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন বহাল রয়েছে : আমিনুল হক

Kalbela News | RSS Feed

ক্রীড়াঙ্গনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনে তারা এখনো বহাল তরিয়তে রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর তুরাগ বনাম বিমানবন্দর থানার উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, ক্রীড়া পরিষদ থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয় এবং দেশের বিভিন্ন ক্রিকেট-ফুটবল ফেডারেশনগুলোতে এখনও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুর্নবাসনের ফলে তারা পরিপূর্ণভাবে বহাল তবিয়তে বসে আছে।

তিনি অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আগে সেই আওয়ামী দোসরদের অপসারণ করে নির্মূল করুন। তারপর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া- আওয়ামী লীগ এর নিষিদ্ধ; সেটা বাংলাদেশের জনগণ ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নেয়ার মালিক বাংলাদেশের জনগণ। কারণ, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, টুর্নামেন্ট কমিটি প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সমন্বয়ক মোঃ জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও মহানগর বিএনপি যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ প্রমুখ।

এর আগে সকালে মিরপুরের ১০ নম্বরে ইক্যুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট (ইটিসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। এরপর সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তরখানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *