ক্লাউড বার্স্ট: মেঘভাঙা বৃষ্টি কী এবং তা কতটা গুরুতর হতে পারে?

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, মেঘভাঙা বৃষ্টির জেরে আকস্মিক বন্যা দেখা দেয় উত্তরকাশীতে

মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার জেরে বিদ্ধস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী।

তীব্র বেগে ধেয়ে আসা ক্ষীরগঙ্গা নদীর জল এবং সঙ্গে বয়ে আসা বড় পাথর আর কাদার স্রোতের প্রভাবে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ। ব্যাপক ক্ষতি হয়েছে হর্ষিল উপত্যকা সংলগ্ন অঞ্চলে।

মঙ্গলবার এই ভয়াবহ ঘটনার এক ঝলক মোবাইল ক্যামেরায় বন্দি করেছিলেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ। মুহূর্তে সামিাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের বহু বাড়ি, হোটেল এবং হোমস্টে ওই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় ভেসে গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *