ক্লাব বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

Jamuna Television

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মাদ্রিদিস্তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। এই ম্যাচ দিয়ে রিয়ালের কোচ হিসেবে অভিষেক হচ্ছে জাভি আলানসোর।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে নামবে দু’দল।

রিয়ালের একমাত্র সেন্টার ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ম্যাচের আগে পড়েছেন জ্বরে। সবশেষ মৌসুমে ৩১ গোল করা ফরাসি তারকাকে ছাড়াই তাই নামতে হতে পারে মাদ্রিদের ক্লাবটির।

মাদ্রিদ কোচ জাভি আলানসো বলেন, সকালে ঘুম থেকে উঠেই এমবাপ্পে দেখেন তার জ্বর। অনুশীলনে আসতে মানা করেছি। ওর পরিবর্তে এন্ড্রিককে খেলাতে পারি। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব আমর

অন্যদিকে,আল হিলাল গেল মৌসুমে সৌদি লিগে দ্বিতীয় স্থানে শেষ করে। তার আগের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২২ ক্লাব বিশ্বকাপের ফাইনালে এই আল হিলালকে হারিয়েই শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোস।

রিয়ালকে অবশ্য প্রতিপক্ষ হিসেবে সমীহ করছেন আল হিলাল কোচ সিমোন ইনজাগি। বলেন, রিয়াল শক্তিশালী দল। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে লড়তে প্রস্তুত। ওদের দুর্বলতাগুলো কাজে লাগাতে চেষ্টা করবো আমরা।

হোয়াও ক্যান্সেলো, আলেকজান্ডার মিত্রোভিচের মত ফুটবলার খেলেন আল হিলালে। যুক্তরাষ্টের হার্ড রক স্টেডিয়ামে তাই জমাট লড়াই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।

/এমএইচআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *