ক্লাব বিশ্বকাপে গিয়ে বিয়ের অনুষ্ঠান দেখছেন রদ্রিগো

jagonews24.com | rss Feed

রিয়াল মাদ্রিদ বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে অবস্থান করছে। ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে সেখানে গিয়েছে স্প্যানিশ লা লিগা জায়ান্টরা।

আগামী বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন শুরু করবে রিয়াল। হার্ড রক স্টেডিয়ামে লস বাঙ্কসদের প্রথম ম্যাচ সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের বিপক্ষে।

ফ্লোরিডায় বর্তমানে অনুশীলন করছেন রিয়ালের ফুটবলাররা। সেখান থেকেই একটি মজার ভিডিও শেয়ার করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ভিডিওতে দেখা যায়, রিয়ালের বিলাসবহুল বেস ক্যাম্প থেকে একটি বিয়ের অনুষ্ঠান দেখছেন তিনি।

ফ্লোরিডার দ্য গার্ডেনস নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কে রিয়ালের ফুটবলারদের থাকার ব্যবস্থা করেছে ফিফা। এ স্থানটি বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য সারা যুক্তরাষ্ট্রে বহুল পরিচিত। ঠিক এমনই একটি অনুষ্ঠানে হঠাৎ করেই ‘দর্শক’ হিসেবে হাজির হন রদ্রিগো। নিজের ঘর থেকে নিচে বিয়ের দৃশ্য দেখছিলেন তিনি।

তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন, যার ক্যাপশন ছিল, ‘বন্ধুরা আমি এখন বিয়েতে।’ সাথে একটি হাসির ইমোজি জুড়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

রিয়ালের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমটা মোটেও ভালো যায়নি রদ্রিগোর। হতাশাজনক পারফরম্যান্স ভুলে এবার ভালো একটি ক্লাব বিশ্বকাপ খেলতে চান তিনি।

তবে এই টুর্নামেন্ট রদ্রিগোর জন্য রিয়ালে শেষ আসর হতে পারে। কারণ গ্রীষ্মকালীন দলবদলে তার আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *