CHT NEWS
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
খাগড়াছড়িতে ইউপিডিএফের সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের
হামলার প্রতিবাদে রাঙামাটির সাজেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর ১২টার সময় উজোবাজারে ইউপিডিএফের বাঘাইছড়ি
ইউনিট এ বিক্ষোভের আয়োজন করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা।
তিনি বলেন, আজ ৫ আগস্ট দেশে এক ঐতিহাসিক দিন। গত বছর এই দিনে শিক্ষার্থী-জনতার
অভ্যুত্থানে টানা পনের বছরের অধিক শাসনক্ষমতায় থাকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছিল।
এই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিকে উপলক্ষ করে আজ খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে ইউপিডিএফ
পূর্ণস্বায়ত্তশাসনের দাবি মেনে নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ
নেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ইউপিডিএফের নেতা-কর্মী সমর্থকরা মিছিল নিয়ে
সমাবেশ স্থল চেঙ্গী স্কোয়ারে গেলে সেখানে পুলিশের সামনে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা
হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
সেনাবাহিনী ও প্রশাসনের মদদে এ ন্যাক্কারজনক হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, শুধু তাই নয়, আজ সকাল থেকে দীঘিনালা, খাগড়াছড়ির জিরো মাইল
ও পানছড়ি সড়কের ভাইবোনছড়ার দেওয়ান পাড়া এলাকায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সমাবেশে অংশগ্রহণ
করতে আসা লোকজনকে বাধা দিয়েছে।
তিনি অবিলম্বে খাগড়াছড়ি সমাবেশে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।