Google Alert – পার্বত্য চট্টগ্রাম
খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী। সকাল থেকে জেলা শহরের কেন্দ্রীয় নারায়ণ মন্দিরে ছিল নানা ধর্মীয় আয়োজন।
জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা বের করা হয়। নারায়ণ মন্দির এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে গীতাপাঠ, আরতি, শিশুতোষ অনুষ্ঠান মালাসহ নানা আয়োজন রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।