Google Alert – পার্বত্য চট্টগ্রাম
খাগড়াছড়িতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে। বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা রাখাইনসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
সোমবার(৪ আগষ্ট) সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এতে সভাপতিত্ব করেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন কায়েশ, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের শিক্ষার্থীদের একসাথে নিয়ে গড়ে উঠুক এক আলোকিত পার্বত্য চট্টগ্রাম। পড়াশোনায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা নিজেদের জীবনে যেমন সফলতা আনতে পারে, তেমনি জাতিকেও দিতে পারে একটি উজ্জ্বল ভবিষ্যৎ। এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি তারা নিজেদের শিক্ষাজীবনে আরো মনোযোগী হতে উৎসাহ পাবে। পিসিসিপি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কার্যক্রম চালিয়ে যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।