Google Alert – পার্বত্য অঞ্চল
খাগড়াছড়ি সদরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।
বৃহস্পতিবার ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে। জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা অবরোধে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ সহ ৩ টি সংগঠন সংহতি প্রকাশ করে মাঠে রয়েছে। সকাল থেকে জেলা সদরের চেঙ্গী ব্রীজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন ও গাড়িতে গুলতি ছোঁড়ার খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সাপ্তাহিক হাট বারের দিন হলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম। তবে পৌর শহরে বেলা বাড়ার সাথে সাথে কর্ম ব্যস্ততা ও গাড়ি চলাচল বেড়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নৈশ কোচ গুলো নিরাপত্তা পাহারায় শহরে পৌঁছেছে।
আর এইচ /
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।