Google Alert – পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) এর মধ্যে গোলাগুলীর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে জেএসএস-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ইউপিডিএফ দাবি করেছেÑসংঘর্ষ ও নিহতের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’।

এ বিষয়ে ইউপিডিএফ এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিরন চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের মুখপাত্র অংগ্য মারমা জানান, দীঘিনালার নাড়াইছড়িতে ইউপিডিএফের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তাদের কোনো কর্মী নিহতও হয়নি। এ খবর সত্য নয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনসংহতি সমিতি (জেএসএস মূল দল) ও ইউপিডিএফ (প্রসিত) এর মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *