খাগড়াছড়িতে দুই দিনব্যাপী মধুমেলার উদ্বোধন

Google Alert – পার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী মধুমেলার উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪:৫৩ পিএম

মৌচাষের মাধ্যমে পাহাড়ে অর্থনৈতিক সাফল্য অর্জন করা সম্ভব। পাশাপাশি এই মৌচাষ দিয়েই  পাহাড়ে আন্তনির্ভরশীলতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকাররা নিজেদের ভাগ্য উন্নয়ন করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে পারবে বলে মনে করেন খাগড়াছড়ি স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা।

মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ (১৩ মে)  খাগড়াছড়ি পৌর টাউন হল মাঠে  দুই দিনব্যাপী আয়োজিত মধুমেলা উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাসা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।

প্রথমবারের মতো পাহাড়ে বেসকারিভাবে আয়োজিত হয়েছে এই মধুমেলা। খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ জন মৌচাষী স্টল নিয়ে অংশ গ্রহণ করেন এই মেলায়। ২ বছর মেয়াদি মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় এই জেলায় মোট ৪শ জন মৌচাষীকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা প্রদান করবে বলে জানান মেলার আয়োজক কর্তৃপক্ষ। এই মধু মেলার মাধ্যমে চাষীরা উৎসাহিত হবে বলেও জানান তারা।  

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)রুমানা আক্তার, মৌচাষ উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক সাধন বিকাশ চাকমাসহ আরও অনেকে। 

 

স্বদেশ প্রতিদিন/এসকে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *