Bangla Tribune
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টান পাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা পক্ষকে দায়ী করেছেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক শ্যামল চাকমা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকাল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে যান। এ সময় পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস–সন্তু লারমা পক্ষের ২০ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা তাকে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি, তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় যোগাযোগের চেষ্টা করছি। দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি হয়েছিল।’