খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

Google Alert – সশস্ত্র

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে (৪১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা।

এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতিকে (জেএসএস) দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।

নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টান পাড়া মৃত ভাধ্যধন চাকমার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ির চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএসের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।

জিকো ত্রিপুরা এ খুনের জন্য সন্ত্রাসীদের আত্মস্বীকৃত গডফাদার জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে দায়ী করেছেন। তিনি অবিলম্বে খুকু চাকমার খুনিদের গ্রেফতার ও পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমাকে অপসারণের দাবি জানান।

এর আগে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে লোগাংয়ের দুর্গম করল্যাছড়ি ও কার্বন গির্জা এলাকায় গুলির শব্দ শোনা গেছে। এ কারণে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দিনভর কেউই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

মুজিবুর রহমান ভুইয়া/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *