Google Alert – সেনাবাহিনী
খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার বিজিতলা মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কমিউনিটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচিতে প্রায় ৩শ জন অসহায় ও দূরবর্তী এলাকা থেকে আগত রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবায় নেতৃত্ব দেন মেজর তাসমিয়া, ক্যাপ্টেন অতনু বিশ্বাস এবং ক্যাপ্টেন আবরার ফাহাদ।
রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, মাথাব্যথা, দাঁতের সমস্যা ও শারীরিক দুর্বলতা- এসব সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় নাগরিকদের উপস্থিতি ছিল সন্তোষজনক। তাঁরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং জানান, এমন কার্যক্রম পাহাড়ি এলাকার মানুষদের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদস্বরূপ।
মহালছড়ি জোনের লেফটেন্যান্ট মুনিম ইসলাম জানান, ‘সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
জেএন/পিআর