খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণে সেনাবাহিনী

Google Alert – সেনাবাহিনী

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

– Advertisement –

শনিবার (২৬ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার বিজিতলা মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কমিউনিটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

– Advertisement –google news follower

মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচিতে প্রায় ৩শ জন অসহায় ও দূরবর্তী এলাকা থেকে আগত রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবায় নেতৃত্ব দেন মেজর তাসমিয়া, ক্যাপ্টেন অতনু বিশ্বাস এবং ক্যাপ্টেন আবরার ফাহাদ।

– Advertisement –islamibank

রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, মাথাব্যথা, দাঁতের সমস্যা ও শারীরিক দুর্বলতা- এসব সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়।

এ সময় স্থানীয় নাগরিকদের উপস্থিতি ছিল সন্তোষজনক। তাঁরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং জানান, এমন কার্যক্রম পাহাড়ি এলাকার মানুষদের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদস্বরূপ।

মহালছড়ি জোনের লেফটেন্যান্ট মুনিম ইসলাম জানান, ‘সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জেএন/পিআর

KSRM

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *