খাগড়াছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ

Samakal | Rss Feed


খাগড়াছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ

সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

2025-09-26

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া, শাপলা চত্বর, ভাঙা ব্রিজ ঘুরে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন কৃপায়ন ত্রিপুরা, ক্যাচিংনু মারমা, আকাশ ত্রিপুরা, কবিতা চাকমা, উকানু মারমা প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, আজকে সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ পাহাড়ে আর ধর্ষণের ঘটনা দেখতে চায় না। গত বছর সেপ্টেম্বরে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম, তা আজও জাগ্রত। গত মঙ্গলবার আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছে। আমরা তার বিচারের দাবিতে আজ সমাবেশ করছি। পার্বত্য চট্টগ্রামে সকল ধর্ষণের বিচার করতে হবে।

শনিবার সড়ক অবরোধ
এদিকে সমাবেশ থেকে আগামীকাল শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় শয়নশীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শয়ন শীলকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পলাতক রয়েছে আরও দুই আসামি। ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধ পালন করে জুম্ম ছাত্র-জনতা।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed