Google Alert – পার্বত্য চট্টগ্রাম
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে শহীদ মো. মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
শহীদ মজিদ হোসেন ছিলেন খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ যিনি ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের সময় জীবন উৎসর্গ করেন।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এরপর একে একে জেলা পুলিশ, পার্বত্য জেলা পরিষদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা সদরের টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা জানানো হয়। একইসঙ্গে শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দিবসের অংশ হিসেবে বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রার আয়োজন রয়েছে।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।