Samakal | Rss Feed
খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
রাজধানী
অনলাইন ডেস্ক <time class="op-modified" dateTime="2025-10-01"2025-10-01
2025-10-01
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা। বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, এ এল আরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) ঢাকা মহানগর শাখার সভাপতি নুমংপ্রু মারমা প্রমুখ।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে গত ৫৪ বছর ধরে জাতি বিদ্বেষী ও জাতি নিধন প্রক্রিয়া চলছে। সকল সরকার এর জন্য দায়ী। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকার মতো। গণতন্ত্রের চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই এগিয়ে যাবো।’
শামসুল হুদা বলেন, ‘খাগড়াছড়ির সাম্প্রদায়িক হামলায় সরকারের ভূমিকা নিয়ে আমরা দুঃখ পেয়েছি, আমরা ক্ষুব্ধ। আদিবাসীদের ওপর নির্যাতনের বিচার কখনও হয় না, তদন্ত হয় না। আমরা এই বিচারহীনতার অবসান দেখতে চাই।’
ড. খায়রুল চৌধুরী সমাবেশে বলেন, ‘বাংলাদেশে যদি গণতন্ত্র দরকার হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামেও গণতন্ত্র দরকার। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চু্ক্তি হওয়ার মাধ্যমে জনগণের মনে যে আশা-বিশ্বাস ফিরে এসেছিল, গত ২৬ বছরে চু্ক্তি বাস্তবায়ন না করার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, সামরিক শাসন, ভূমি সমস্যা সহ সেখানকার মানুষের জীবনকে দূর্বিষহ করা হয়েছে।’
নুমংপ্রু মারমা বলেন, ‘খাগড়াছড়িতে চলমান সাম্প্রদায়িক হামলার ঘটনার দায় বাংলাদেশের প্রশাসন ও সরকারকে নিতে হবে। হামলার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে আইনে আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত সকল আদিবাসীদেরকে সরকারকে উদ্যোগ নিয়ে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’
প্রতিবাদ সমাবেশে সংহতি জানান দৈনিক আমাদের সময় সম্পাদক আবু সাঈদ খান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। সংবাদ বিজ্ঞপ্তি
