CHT NEWS
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার ২১ জুলাই ২০২৫
‘পাহাড়ে নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার প্রত্যাহার কর’ এই
ব্যানার শ্লোগানে খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের
‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত সাজা কার্যকর করার দাবিতে রামগড়ে মানববন্ধন
কর্মসূচি পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব
ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১০টার সময় রামগড় উপজেলার দাতারাম পাড়া মুখে খাগড়াছড়ি – ঢাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা সভাপতি তৈমাং
ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের রামগড় উপজেলা সভাপতি সুবর্ণা চাকমা, গণতান্ত্রিক
যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি ধনু ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রামগড়
উপজেলা সভাপতি গুলোমনি চাকমা।
তৈমাং ত্রিপুরা বলেন, গত সনাতন ধর্মীয় রথযাত্রা সময়ে ভাইবোনছড়ায় ৮ম শ্রেণিতে
পড়ুয়া ছাত্রীকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ৬ সেটলার বাঙালি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
এই ঘটনা আড়াল করতে বিএনপি নানা চক্রান্ত করছে।
পার্বত্য চট্টগ্রামে শুধু এই ধর্ষণের ঘটনা নয়। অতীতেও এ ধরনের বহু ঘটনা
ঘটেছে, কিন্তু বিচার হয়নি। এবারের ধর্ষণ ঘটনায়ও পুলিশ ৪ জনকে গ্রেফতার করলেও এখনো ২
জন অধরা রয়েছে।
তিনি বলেন, যখন একটি জাতিকে বছরের পর বছর ধরে অবজ্ঞা, বঞ্চনা, বৈষম্য ও
নিপীড়নের শিকার হতে হয়, তখন তার সামনে আর কত পথ খোলা থাকে? এই প্রশ্নটি সরকারের কাছে
করছি? তিনি ভাইবোনছড়ায় ধর্ষণ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নারী নেত্রী গুলোমনি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণ শত শত
বছর ধরে বসবাস করলেও আজ তারা চরম নিপীড়নের শিকার হচ্ছে। প্রতিনিয়ত জমি হরাচ্ছে, নারী
ধর্ষণ হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। পাহাড়িদেরকে রাজনৈতিকভাবে কোনঠাসা করে রাখা হয়েছে।
প্রতিবাদ করতে গেলেই নিপীড়নের শিকার হতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের
পর অন্তর্বর্তী সরকার গঠন হলেও পার্বত্য চট্টগ্রামে স্বস্তি ফিরে আসনি। বরং প্রতিনিয়ত
ধর্ষণ, নির্যাতন চালানো হচ্ছে। আমি সরকারের এই আচরণের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে
স্কুলছাত্রী ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা ও
নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
ধনু ত্রিপুরা বলেন, বিভিন্ন জনের ফেসবুক আইডি থেকে একই লেখা প্রকাশ বিএনপি
ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভাইবোনছড়ায় ত্রিপুরা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের
ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এখনো চেষ্টা করে যাচ্ছে। ফলে বিএনপি এখনো ধর্ষণকারীদের
বিষয়ে দায় স্বীকার করে কোন বিবৃতি দেয়নি।
তিনি অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচার ও সর্বোচ্চ
সাজা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় পাহাড়ের ছাত্র-যুব-নারী সমাজ আবারো বৃহত্তর
কর্মসূচি দিয়ে মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।
তিনি ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলে আন্দোলনে এগিয়ে আসার
আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।