CHT NEWS
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পেরাছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও ভাইবোছড়া এলাকায় সেনাবাহিনী
অভিযান চালিয়ে স্কুলছাত্রসহ ৩ জনকে আটক এবং কলেজ শিক্ষক, পল্লী চিকিৎসকসহ কয়েকজনকে
শারীরিক নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে সেনাবাহিনীর একটি
দল পেরাছড়া ইউনিয়নের বেলতলি পাড়ায় হানা দেয়। সেনারা সেখান থেকে ১০ম শ্রেণির ছাত্র দেবনাথ
ত্রিপুরাসহ তার দু’জন সহপাঠিকে (চাকমা) আটক করে এবং পরে পল্টনজয় পাড়ায় যায়। আটক দেবনাথ
ত্রিপুরার পিতার নাম ব্রজেশ্বর ত্রিপুরা। সে খবংপুড়িয়ার শিশু কল্যাণ সংঘ আবাসিক উচ্চ
বিদ্যালয়ের ছাত্র। তবে তার সহপাঠিদের নাম জানা যায়নি।
এরপর সেনারা পল্টনজয় পাড়ায় রক্তময় ত্রিপুরা (৫০), নয়ন ত্রিপুরা (৩৫) ও সুভাষ
ত্রিপুরা(৪৫)-এর বাড়ি তল্লাশি চালায়। এরপর সেখান থেকে জামতলী ও সিঙ্গিনালায় গিয়ে ১৪৪
ধারার অজুহাতে দোকানপাট বন্ধ করার নির্দেশ দেয়।
সকাল সাড়ে ৮টার সময় ভাইবোনছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মতেন্দ্র লাল
ত্রিপুরা ও রূপায়ন চাকমা দুর্গাপূজার বাজার করতে যাওয়ার সময় খাগড়াছড়ি স্টেডিয়াম এলাকায়
তাদের বাজারে যেতে বাধা দেয়। এ সময় তাদের সাথে সেনারা খারাপ ব্যবহার করে করে এবং “কিসোর
পূজা, কোন পূজা করতে হবে না’ বলে শাঁসায়।
সেনারা স্বনির্ভর বাজারেও গিয়েও লোকজনকে ধাওয়া করে বলে জানা গেছে।
এরপর সকাল ৯.টার দিকে সেনাদের টহল দল পেরাছড়া ব্রিকফিল্ড এলাকায় গিয়ে সাধারণ
দোকানদারকে মারধর করে। মারধরের শিকার দোকানদাররা হলেন- রাজ্যমুনি ত্রিপুরা (৫০), গ্রাম-
চেলাছড়া ও বলত চাকমা (২০), গ্রাম-হেডম্যান পাড়া।
এক পর্যায়ে সাবেক পুলিশ সদস্য সমর বিকাশ চাকমাকে সেনারা মারধর করতে চাইলে
স্থানীয় নারীরা বাধা প্রদান করে। পরে সেখান থেকে সেনারা পেরাছড়া স্কুল গেটে গিয়ে স্থানীয়
দোকানদার খোকন চাকমা, আলোরণ চাকমা, বিনিময় চাকমা, অমর সানি চাকমা, বিজ্ঞান কান্তি চাকমা’র
সাথে খারাপ ব্যবহার করে।
সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল দুটি গাড়িতে করে ভাইবোনছড়ার জুরমরং
বাজারে গিয়ে দোকানপাট বন্ধ করার নির্দেশ দেয়।
এ সময় সেনারা সেখানে থাকা পল্লী চিকিৎসক জ্যোতি শংকর চাকমা (৪২), পিতা-
অমিয় চাকমা ও পানছড়ি কলেজের প্রভাষক জুনান চাকমা (৩৮), পিতা- দর্শন চাকমা-কে শারীরিক
নির্যাতন করে। তারা উভয়ে ভাইবোনছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
জুনান চাকমা নিজেকে পানছড়ি কলেজের শিক্ষক হিসাবে পরিচয় দিলেও সেনারা তার
ওপর নির্যাতন চালায়।
পরে স্থানীয়দের জোরালো প্রতিবাদের মুখে সেনারা দেওয়ান পাড়া ক্যাম্পের দিকে
চলে যায় বলে স্থানীয়রা জানান।
বর্তমানে সেনারা টহল অব্যাহত রেখেছে বেল খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।