খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা 

Google Alert – পার্বত্য অঞ্চল

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ৫ শতাধিক পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। 

সোমবার (২৮ জুলাই) মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের আরবারি পাড়া এলাকায় মানবিক সহায়তা প্রধান করেন  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম। 

এ সময়, একজন বিধবা মহিলা ও ঘাগরাপাড়া মন্দিরে জন্য ৫ বান টিন, দলদলি পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১ হাজার লিটারের ১টি পানির ট্যাংকি, দলদলি পাড়া মন্দিরে ০১ টি হারমোনিয়াম, ৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রী এবং দলদলিপাড়া ও শ্মশানটিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময়  মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারিয়া উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহানুভূতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই সহায়তা প্রদান। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালি সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে তিনি জানান। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *