chtnews.com on Facebook
খাগড়াছড়ির স্বনির্ভর হ*ত্যাকাণ্ডের ৭ বছর: খু*নিরা এখনো ধরাছোঁয়ার বাইরে!
২০১৮ সালের ১৮ আগস্ট সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ভারী অস্ত্রে সজ্জিত রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট একদল সন্ত্রাসী পুলিশের সামনে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজারে এই নির্মম হ*ত্যাকাণ্ড চালায়।
সন্ত্রাসীরা নির্বিচারে ব্রাশফায়ার করে একে একে খু*ন করে পিসিপি নেতা তপন চাকমা, এল্টন চাকমা, যুব নেতা পলাশ চাকমা, উত্তর খবংপুজ্জে গ্রামের বাসিন্দা জিতায়ন চাকমা, রূপম চাকমা এবং পানছড়ি এলাকার বাসিন্দা প্রকৌশলী ধীরাজ চাকমাকে। সন্ত্রাসীদের গুলিতে আহত হন আরো বেশ কয়েকজন।
সন্ত্রাসীরা প্রায় আধা ঘন্টার অধিক সশস্ত্র তাণ্ডব চালালেও ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। উপরন্তু সন্ত্রাসীদের পালিয়ে যেতে সহযোগীতা প্রদান করে।
অভিযোগ রয়েছে, সেনাবাহিনীর তৎকালীন খাগড়াছড়ি ব্রিগেড কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ হ*ত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তার মদদেই সেদিন সন্ত্রাসীরা নৃশংস হ*ত্যাকাণ্ডটি সংঘটিত করেছিল।
এ ঘটনার ঘন্টা দুয়েক যেতে না যেতেই সন্ত্রাসীরা আবারো পেরাছড়া এলাকায় বিক্ষোভরত জনসাধারণের ওপর হামলা চালায়। এতে আহত হয়ে ৭০ বছরের বৃদ্ধ শান কুমার চাকমা হাসপাতালে মারা যান এবং এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে সেদিন নিহতের সংখ্যা দাঁড়ায় ৭ জনে।
এ হত্যাকাণ্ডের ৭ বছরেও খু*নিদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। তারা এখনো প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে থেকে নানা অপরাধ কর্ম সংঘটিত করে যাচ্ছে।
#video #Facebookvideo #highlights #fb #highlightsシ゚ #FBVIDEO #khagrachari
(Feed generated with FetchRSS)