Google Alert – পার্বত্য অঞ্চল
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব থেকে অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার সকালে তদন্ত কমিটির সদস্যরা জেলা সার্কিট হাউসে জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানের সঙ্গে কথা বলেছেন বলে নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জানান।
তবে এ সময় জিরুনা ত্রিপুরাকে দেখা যায়নি।
এর আগে ১৪ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিরুনা ত্রিপুরাকে পার্বত্য জেলা পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নিদের্শ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সঙ্গে অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিরুনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।
এ ছাড়া ঘটনা তদন্তে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে মন্ত্রণালয়।
২০২৪ সালের ৭ নভেম্বর স্কুল শিক্ষিকা জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে।