খাগড়াছড়ি সদর সেনা জোনের মানবিক সহায়তা কার্যক্রম

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি সদর সেনা জোনের মানবিক সহায়তা কার্যক্রম

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আবারও মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন (২৪ বীর)।

 বুধবার (৬ আগস্ট) সকালে সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান, সেলাই মেশিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং জোনাল স্টাফ ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন কমান্ডার বলেন, “পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালির মধ্যে সম্প্রীতির বন্ধন দিন দিন আরও দৃঢ় হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্বের অংশ।”

এই কার্যক্রমের অংশ হিসেবে ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া একটি পরিবারকে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে আরও ৫০টি পরিবারকে দেওয়া হয় খাদ্যসামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা।

এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এই সহায়তা শুধু খাবার নয়, এটি আমাদের জন্য আশার আলো ও সাহসের প্রতীক।”

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি জোনের এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য এলাকার শান্তি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধনকে আরও শক্তিশালী করেছে। সেনাবাহিনীর এমন অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *