RisingBD – Home
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:১৮, ৩০ মে ২০২৫
ফাইল ফটো
খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত দিয়ে আরো ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
শুক্রবার (৩০ মে) ভোরে উপজেলার তাইন্দং ইউনিয়নের আম বাগান সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা বর্তমানে বিজিবি-২৩ যামিনী পাড়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘‘আটককৃতরা বাংলাভাষী মুসলিম। কিন্তু, তারা কোন দেশের নাগরিক জানা যায়নি। তদন্ত চলছে।’’
‘‘জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে আটক করে বিমানযোগে ত্রিপুরার আগরতলায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।’’- যোগ করেন তিনি।
এ নিয়ে চলতি মাসে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ১১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
ঢাকা/রূপায়ন/রাজীব