খিলক্ষেতে সেনা অভিযানে নগদ অর্থ-ইয়াবাসহ রানা গ্রেফতার

Google Alert – আর্মি

অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ২,৩০,০০০ টাকা ও ইয়াবাসহ মাসুদ রানা (৩৫) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে মাসুদ রানা (৩৫) লাল মিয়ার ছেলেকে হাতেনাতে চাঁদা আদায়ের ২,৩০,০০০ (দুই লক্ষ তিরিশ হাজার) টাকা ও ইয়াবাসহ আটক করেছে। 

গত ৩ আগস্ট রাতে তিন যুবককে ব্যক্তিগত টর্চার সেলে বন্দি করে নির্যাতন চালিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করেন মাসুদ রানা। এই অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকাসহ উক্ত চাঁদাবাজকে আটক করে সেনা সদস্যরা। 

মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং সেপ্টেম্বর ২০২৪ এ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক খিলক্ষেত মাছ বাজার এবং কাঁচা বাজার থেকে দোকানীদের কাছ থেকে চাঁদাবাজির দায়ে গ্রেফতারকৃত আসামি সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে আরও বেপরোয়াভাবে কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ও বিরক্ত। তার গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জানায়। 

এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন যুগান্তরকে জানান, রানা নামের শীর্ষ চাঁদাবাজকে পূর্বাচল আর্মি ক্যাম্পের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং নেশাদ্রব্য ইয়াবাসহ আটক করে গভীর রাতে থানায় সোপর্দ করে এবং চাঁদাবাজি মামলায় আমরা আসামিকে আদালতে পাঠাবো। 

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *