Google Alert – ইউনূস
খুলনায় কৃষি ব্যাংকে লুট, গ্রেফতার মূল হোতা
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৫৪ AM আপডেট: ১৮.০৮.২০২৫ ৬:১৭ এএম
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের চুরির ঘটনায় অবশেষে ধরা পড়েছেন ইউনূস শেখ নামে এক যুবক।
রোববার (১৭ আগস্ট) ভোরে ঘাট কৃষি ব্যাংক ভবনেরই চারতলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওই ভবনের চারতলায় ভাড়া থাকতেন গ্রেফতার ইউনূস শেখ । বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, তাকে আটক করা হয় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে । ইউনূস প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা চুরির কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, ইউনূস ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন পেশায় তিনি লেদ মিস্ত্রি। ব্যাংকের ভল্ট ও তালা লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ভেঙে ফেলেন। ভোরবেলায় কোনো নিরাপত্তাকর্মী না থাকার সুযোগে তালাগুলো ভেঙে ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে পালিয়ে যান।
জিজ্ঞাসাবাদে ইউনূস জানান, তিনি বিপুল ঋণের চাপে ছিলেন। কিছু ঋণ শোধও করেছেন চুরি করা টাকা দিয়ে। পুলিশের একটি দল ইতোমধ্যে কিছু টাকা উদ্ধার করেছে তার স্বীকারোক্তি অনুযায়ী ।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম আরও বলেন, এই চুরির ঘটনাটি ইউনূস একাই করেছে, তদন্তে প্রমাণ মিলেছে । সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে