Google Alert – ইউনূস
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার ৪৯৬ টাকা লুটের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এছাড়া লুটের ঘটনায় জড়িত ইউনূস শেখকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী দেড় লাখ টাকা উদ্ধার হয়েছে। ইউনূস উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। পুলিশের দাবি, ইউনূস শেখই এ ঘটনার মূলহোতা।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ‘এ’ সার্কেল মো. সাইফুল ইসলাম জানান, এখনো পর্যন্ত লুট হওয়া সব টাকা উদ্ধার করা যায়নি। রোববার ভোরে ইউনূসকে রূপসা কৃষি ব্যাংক ভবনের চতুর্থতলা থেকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে ভাড়া থাকতেন। একই ভবনের নিচতলায় তার ওয়ার্কশপ রয়েছে। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউনূস পেশায় লেদ মিস্ত্রি। শুক্রবার ভোরে ব্যাংকে নিরাপত্তাকর্মী না থাকায় লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন। টাকা লুট করে নিরাপদে পালিয়ে যান। কৃষি ব্যাংক খুলনার উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম জানান, ব্যাংক লুটের ঘটনায় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সদস্যরা হলেন বিভাগীয় অফিসের ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও এজিএম হামিম শেখ।