Google Alert – সশস্ত্র
আজ মঙ্গলবার (৫ই আগস্ট) রাত পৌনে আটটার দিকে সোনাডাঙ্গা মডেল থানার অদূরে সঙ্গীতা সিনেমা হলের নিচে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহাদাত হোসেন সম্প্রতি ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর শাহাদাত হোসেন সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান করছিলেন। রাত পৌনে আটটার দিকে, ৫ থেকে ৬ জনের সশস্ত্র সন্ত্রাসীদের একটিদল তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে শাহাদাত দৌড়ে পার্শ্ববর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা তার পিছু নিয়ে সেই প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করার জন্য আমরা কাজ শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।
ডিবিসি/এএমটি