খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

Jamuna Television

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো:

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর সঙ্গীতা সিনেমা হলের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কয়েকজন সন্ত্রাসী শাহাদাত হোসেনকে ধাওয়া করে। এ সময় তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাকে কয়েকটি রাউন্ড গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত নিহত শাহাদাতের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধড়তে অভিযান অব্যাহত রয়েছে।

/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *