Sarabangla | Breaking News | Sports | Entertainment
খুলনা: জেলার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। সে সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির সক্রিয় সদস্য বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়ে আসেন। এর পর মানিকের মরদেহ দেখতে পান।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’