খুলনার সাবেক সিটি মেয়র খালেকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

RisingBD – Home


নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২১ আগস্ট ২০২৪  

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। ফাইল ফটো

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মহানগরীর খালিশপুর থানা বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কার্যালয় ২০২২ সালের ২৭ আগস্ট ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলাটি হয়।

বুধবার (২১ আগস্ট) খালিশপুর থানায় মামলাটি করেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ।

মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন,  খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানা, সদর থানা সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।  

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিষ মৈত্র বলেন, ‌‘মামলায় ৭৫ জনের নাম উল্লেখ এবং নাম না জানা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।’ 

নূরুজ্জামান/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *