‘খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না’

Google Alert – সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,‘খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না। এ জন্য যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই।’ গত শনিবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভায় তিনি কথাগুলো বলেন। সম্প্রতি বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাঈদ সিদ্দিকি। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি লে. জেনারেল মো. শাহিনুল হক, সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী ও হাফিজুর রহমান খান, যুগ্ম সম্পাদক কর্নেল সাজ্জাদ হোসেন এবং কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান। কার্যনিবাহী সদস্য হিসেবে অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহিন মনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন, আরশি হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল আনিসউজ্জামান খান, মেজবাহ্-উল হক, প্রফেসর শাহিন মাহবুবা হক, মো. জহিরুল ইসলাম, স্কোয়াড্রন লিডার (অব.) মো. দিদারুল ইসলাম, সারেক রহিম, লে. কমান্ডার (অব.)কামার আলম, কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান ও মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী। সেনাপ্রধান বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন এডহক কমিটিকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সংবিধান ও নির্বাচন গলফ ফেডারেশনকে আরো দায়িত্বশীল ও অংশদার মূলক প্রতিষ্ঠানে পরিণত করবে। গলফ খেলাকে সারা দেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এবং নতুন খেলোয়াড় তৈরির জন্য ফেডারেশন কার্যকরী ভূমিকা রাখবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *