Google Alert – বাংলাদেশ
নেপালের বিপক্ষে আগের দিনই ঝড় তুলেছিলেন জিশান আল, আফিফ হোসেনরা। বাংলাদেশ ‘এ’ দলও জিতেছিল দাপটে। টপ ইন্ড টি-টোয়েন্টি সিরিজে একই ভেন্যু ডারউইনে একদিন পরই অচেনা বাংলাদেশ ‘এ’ দল। আজ পার্থ স্কোর্চার্স একাডেমি দলের বিপক্ষে নুরুল হাসান সোহানের দল থামে ৯ উইকেটে কেবল ১২৩ রানে।
এত অল্প রানের পুঁজি নিয়ে পেরে উঠেনি বাংলাদেশ ‘এ’। তারা হেরেছে ১২ বল বাকি থাকতে ৫ উইকেটে। জোয়েল কার্টিস ৩৪ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ৪৪ রানে। টিগ ওয়াইলি করেন ২৮ বলে ৩১। রাকিবুল হাসান ৪ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। নাঈম হাসানও ২ উইকেট নিয়েছেন ৩১ রান খরচায়।
৩ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। পার্থের পয়েন্ট ৩ ম্যাচে ৪। ১১ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে সেমিফাইনালে।
বাংলাদেশের ১২৩-এর ২০ রানই এসেছে শেষ ওভারে। ব্রাইস জ্যাকসনের করা শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মেরেছিলেন রাকিবুল হাসান। ওভারটিতে ২০ রান এসেছে এভাবে ১, ৬, ৭ (নো বলে ছয়), ১ (ডাবল নিতে গিয়ে রান আউট), ৪, ০, ১। জ্যাকসন অবশ্য নিয়েছিলেন ৩ উইকেট।
আগের দিন ২০০’র বেশি স্ট্রাইক রেটে রান করা আফিফ আজ ৪৯ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৪২ রানে। জিশান আলম ফেরেন ১৩ বলে ৯ করে। শেষ দিকে রাকিবুলের ব্যাট থেকে আসে ৫ বলে ২ ছক্কায় ১৬। স্কোরটা সম্মানজনক হয় তাতেই।
এছাড়া নুরুল হাসান সোহান ১৬ বলে ১৪ আর মৃত্যুঞ্জয় চৌধুরী করেছিলেন ৮ বলে ১৪ রান। ওপেনার মোহাম্মদ নাঈম ব্যর্থ আবারও। ৬ বলে এক বাউন্ডারিতে ৫ রানে আউট হন তিনি।