গণঅধিকারের ফারুকের ওপর হামলা: ২ আসামির জামিন

Bangla Tribune

রাজধানীর শহিদ মিনারে বক্তব্য শেষে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ ২ জনকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সাহা আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। 

গ্রেফতার অভিযুক্ত আসামিরা হলেন— শরীফ মিজি ওরফে এসকে আবীর আহমেদ ওরফে শরীফ (২৭), মো. কোরবান শেখ হিল্লোল (৩৫)।  সোমবার ভোর ৪টায় তাদের গ্রেফতার করে পুলিশ। 

মামলার সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি বিকাল ৪টায় শহীদ মিনারে মো. ফারুক হাসান বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার বাঁধা দেন। বক্তব্য শেষ হলে তারা ফারুকের ওপর হামলা করেন। এতে রক্তাক্ত হয় ফারুক। এ সময় আরও তিন জন আসামি এলোপাতাড়ি কিল, ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তার সঙ্গে থাকা সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যায়। এরপর সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিক্যাল ভর্তি করান। 

এ ঘটনায় ৫ জানুয়ারি শাহবাগ থানায় একটা হত্যাচেষ্টা মামলা করেন ফারুক। এতে জাতীয় বিপ্লবী পরিষদের চারজন কর্মীসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *