গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, বরখাস্ত এসপির বিরুদ্ধে থানায় অভিযোগ 

RisingBD – Home


নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১২ মার্চ ২০২৫  
আপডেট: ০৯:১৮, ১২ মার্চ ২০২৫


নাটোরের আদালতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে নাটোর সদর থানায় অভিযোগটি দায়ের করেন। এসময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন। তিনি ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। 

এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে কারাগারে নেওয়া হয়। সাময়িক বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকসহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, ‍“সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *