গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে: প্রেস সচিব

Jamuna Television

ফাইল ছবি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। শুক্রবার (২ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। ডিজিটাল সিকিউরিটি আইনে বিগত সরকার সবার মুখ বন্ধ করতে চেয়েছে। সেটা সংশোধন হয়েছে। অনেকে মিথ্যা ও ভুল সংবাদ প্রচার করলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরওয়া বলেন, তিন সাংবাদিককে সরকার চাকুরিচ্যুত করেনি বা কোন চাপ দেয়নি। তাদের জন্য তিন গনমাধ্যমের সামনে সাংবাদিকরা চাইলে আন্দোলন করতে পারেন।

/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *