Bangla Tribune
সন্ধ্যার পর থেকে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের মালামাল হাতে করে নিয়ে যেতে দেখা গেছে। সেই সঙ্গে চলছিল খিুচড়ি-মাংস রান্নার কাজ। এছাড়া মাইক বাজিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে খণ্ড খণ্ড বক্তব্য দেওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধুর বাড়ির পূর্বপাশের বাড়িতে আগুন জ্বেলে উৎসব পালন করার দৃশ্যও দেখা গেছে। সর্বশেষ গভীর রাতে চলছে জিয়াফতের আয়োজন। রাত একটার পর খিচুড়ি-মাংস খাওয়ার আয়োজন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এর আগে দুপুরের দিকে গরু জবাইয়ের আয়োজন করতে দেখা গেছে। বিকাল থেকে রাত পর্যন্ত ভাঙা বাড়ির লোহা, টাইলস, ইট যে যার মতো নিয়ে যাচ্ছিল। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও পদক্ষেপ দেখা যায়নি।