গাছ চুরির মামলায় যুবদলের ৪ কর্মী কারাগারে

Kalbela News | RSS Feed

লালমনিরহাটে রাতের আঁধারে মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার যুবদলের চার কর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদলের কর্মীরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২২)। তারা একই ইউনিয়নের গবাই (ভোলার চওড়া) গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে বড় আকারের বেশ কিছু গাছ ছিল। দুর্বৃত্তরা সদরের বিমানবাহিনী এলাকা থেকে বড়বাড়ি পর্যন্ত সড়কের দুধারের গাছগুলো রাতের আঁধারে কেটে নিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়। পুলিশ কেটে ফেলা গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্দ্রারপার বাজারের একজন ব্যবসায়ী বলেন, দলের নাম ব্যবহার করে কয়েক মাস থেকে প্রায় ১৭/১৮ জনের একটি দল মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন রাস্তার গাছ রাতের আঁধারে চুরি করে কাটা শুরু করেছে। তারা বেশিরভাগই মাদকাসক্ত।

ওসি আব্দুল কাদের বলেন, রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *