Google Alert – সেনাপ্রধান
মাহাথির বলেন, ‘প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা একটি গণহত্যা, যা হলোকাস্ট এবং বসনিয়ার যুদ্ধের সমতুল্য। গণহত্যার শিকার হওয়া ইসরায়েলিরা নিজেরাই কীভাবে একই ধরনের অপরাধ করতে পারে? তারা তাদের অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি।’
ফিলিস্তিনিদের আজীবন সমর্থক এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের কঠোর সমালোচক মাহাথির বলেন, ‘এই সংঘাতের একমাত্র যুক্তিসঙ্গত সমাধান হলো দ্বি-রাষ্ট্র নীতি। তবে, তিনি মনে করেন এটি এখনও অনেক দূর এবং তার জীবদ্দশায় তা দেখে যেতে পারবেন না।
১৯৮০ ও ১৯৯০-এর দশকে ক্ষমতার শীর্ষে থাকাকালীন মাহাথির বিশ্ব মঞ্চে গ্লোবাল সাউথের একজন স্পষ্টবাদী এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ ও এর আর্থিক পুঁজির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির সমসাময়িক শোষণের একজন সোচ্চার সমালোচক হিসাবে পরিচিতি অর্জন করেন।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/পিআরএএন