প্রথম আলো
এদিকে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, ‘আমরা ধারণা করছি, অভিযানে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তবে অভিযান এখনো শেষ হয়নি।’
গাজা শহরে আক্রান্ত ভবনের সপ্তম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ভবনের বাসিন্দাদের উদ্ধার এবং আগুন নেভাতে সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন।
গায়ের কাপড়ে রক্তমাখা অবস্থায় সেখানকার এক বাসিন্দা আল-জাজিরাকে বলেছেন, ‘আমরা মাত্র দুপুরের খাবার খেয়েছি এবং আমার সন্তানেরা খেলছিল। হঠাৎ আমাদের টাওয়ারে একটি বিকট বিস্ফোরণ ঘটে। আমরা দৌড়ে বেরিয়ে আসি। আমি আহত অনেককে দেখেছি। তাঁদের উদ্ধার করা হয়েছে।’
এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফা এলাকা এবং পাশের আল-সুজাইয়া এলাকায়ও হামলা হয়েছে।