গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৪৪ ফিলিস্তিনি

Jamuna Television

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে ৪৪ জন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বুধবার (৬ আগস্ট) গাজার শেখ রাদওয়ান এলাকায় রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় নিহত হয়েছে প্রায় ২৬ জন বাসিন্দা। আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। এছাড়া, ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় প্রাণ হারায় ১৮ জন ক্ষুধার্ত ত্রাণপ্রার্থী।

মে মাসের শেষের দিকে জিএইচএফ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৫৬০ জনেরও বেশি ফিলিস্তিনি।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা গাজা উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজারের বেশি।

/এএম  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *