Google Alert – সেনাপ্রধান
গাজায় দুর্ভিক্ষ এবং মানবিক সংকট সংক্রান্ত খবরের বিষয়েও দুই জনগোষ্ঠীর মধ্যে তীব্র বিভেদ লক্ষ্য করা গেছে। অর্ধেকেরও বেশি (৫৫.৬ শতাংশ) ইহুদি ইসরায়েলি বলেছেন যে তারা এই খবরে “একেবারেই উদ্বিগ্ন নন”। এর বিপরীতে, ৫১.৫ শতাংশ আরব ইসরায়েলি জানিয়েছেন যে তারা “খুবই উদ্বিগ্ন” এবং আরও ৩৪.৪ শতাংশ “কিছুটা উদ্বিগ্ন”।
জরিপে দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ ইহুদি উত্তরদাতা মনে করেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফিলিস্তিনিদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে সচেষ্ট। অন্যদিকে, ৬৬.৫ শতাংশ আরব নাগরিক মনে করেন যে ইসরায়েল চাইলে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে পারতো, কিন্তু তারা তা করছে না।
প্রায় ৭০ শতাংশ ইহুদি নাগরিক গাজায় ফিলিস্তিনি হতাহতের বিষয়ে আইডিএফ-এর দেওয়া পরিসংখ্যানে আস্থা রাখেন, কিন্তু ৬৩ শতাংশ আরব নাগরিক এই তথ্যের প্রতি সন্দিহান।
জরিপটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও মতামত সংগ্রহ করেছে। দেখা গেছে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, নিরাপত্তা এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে ইহুদিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আরব নাগরিকদের সিংহভাগই অত্যন্ত হতাশ। উদাহরণস্বরূপ, ৯১ শতাংশ আরব নাগরিক ইসরায়েলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নিরাশা প্রকাশ করেছেন, যেখানে ইহুদিদের মধ্যে এই হার ৫২ শতাংশ।
এই জরিপটি ২০২৫ সালের জুলাই মাসের শেষ দিকে পরিচালিত হয় এবং এতে ৬০১ জন প্রাপ্তবয়স্ক ইসরায়েলি নাগরিক অংশ নেন। জরিপের সম্ভাব্য ভুলের মাত্রা কমবেশি ৩.৫৭ শতাংশ।
সূত্র: টাইমস অফ ইসরায়েল
ডিবিসি/এমএআর