গাজায় নিজেদের গুলিতেই ইসরায়েলি বাহিনীর ৩১ সেনা নিহত

Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা উপত্যকায় চলমান স্থল অভিযানে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিজেদের সহযোদ্ধাদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ২৭ অক্টোবর ইসরায়েল গাজায় স্থল হামলা শুরু করার পর থেকে মোট ৭২ জন সেনা ‘অপারেশনাল ঘটনায়’ নিহত হয়েছেন। এটি স্থল অভিযানে নিহত মোট ৪৪০ জন ইসরায়েলি সৈন্যের প্রায় ১৬ শতাংশ।

অপারেশনাল মৃত্যুর বিস্তারিত বিশ্লেষণে উঠে এসেছে, ৩১ জন নিজেদের গুলিতে, ২৩ জন গোলাবারুদ-সম্পর্কিত ঘটনায়, ৭ জন সাঁজোয়া যানের নিচে চাপা পড়ে এবং ৬ জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের সামরিক হামলা আবার শুরু হওয়ার পর থেকে মোট ৩২টি মৃত্যুর মধ্যে দুটি অপারেশনাল ঘটনায় ঘটেছে।

আর্মি রেডিওর প্রতিবেদনে আরও বলা হয়, আরও পাঁচটি মৃত্যু কর্মক্ষেত্রের দুর্ঘটনায় ঘটেছে। যার মধ্যে পড়ে যাওয়া এবং প্রকৌশল সরঞ্জাম ভুলভাবে ব্যবহার করা জড়িত। এর মধ্যে একটি ঘটনা বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ঘটেছে, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলি সামরিক তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৮২ জন সেনা নিহত এবং ৬০৩২ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও, ইসরায়েল গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই আক্রমণে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের অধিকাংশই নারী ও শিশু।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ছাড়াও, ইসরায়েল গাজায় তার কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *