গাজায় বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে বেলজিয়াম

Google Alert – সামরিক

বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘অপারেশন সেরুলিয়ান স্কাইস ২’ মিশনের অধীনে তাদের কার্গো বিমানটি শুক্রবার মেলসব্রোক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। আর রবিবার ত্রাণ ফেলার কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এটি এই মিশনের প্রথম সফল ড্রপ। বেলজিয়াম আরও ৬ লক্ষ ইউরো মূল্যের খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে ভবিষ্যতে এ ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে।

 

এই বিমান ত্রাণ জর্ডান কর্তৃক সমন্বিত একটি বহুজাতিক জরুরি সহায়তা অভিযানের অংশ। চলতি সপ্তাহের শুরু থেকে ইসরায়েল জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু দেশকে আকাশপথে ন্যূনতম স্তরের সহায়তা ফেলার অনুমতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফ্রান্স ৪০ টন এবং জার্মানি শনিবার ৯.৬ টন মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে।

 

তবে আন্তর্জাতিক সংস্থাগুলো স্থলপথে ত্রাণ সরবরাহের জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। তাদের মতে, আকাশপথে শুধুমাত্র সামান্য পরিমাণ সামগ্রী পরিবহন করা সম্ভব এবং এই পদ্ধতিটি বেশ ঝুঁকিপূর্ণ, যা কখনও কখনও মাটিতে থাকা মানুষের হতাহতের কারণ হতে পারে।

 

উল্লেখ্য, এটি গাজা উপত্যকায় বেলজিয়াম সেনাবাহিনীর দ্বিতীয়বারের মতো বড় আকারের অভিযান। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে দেশটি প্রায় ১৬৪ টন ত্রাণ সামগ্রী আকাশ থেকে ফেলেছিল।

 

ডিবিসি/এমএআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *