Google Alert – সেনাবাহিনী
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক বাহিনীর গাড়িতে রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে তিনজন হাতহত হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের হিব্রু ভাষার সংবাদমাধ্যমের বরাতে শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর গাড়িতে রাস্তার পাশে বোমার আঘাতে তিন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে।
পরবর্তীতে ওই সংবাদমাধ্যম, গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে একজন সেনা নিহত ও আরও দুজন আহত হওয়ার কথা স্বীকার করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধার ইসরাইলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
হিব্রু সংবাদমাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি ‘গুরুতর নিরাপত্তা ঘটনা’ হিসাবে বর্ণনা করেছে।