গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই: ট্রাম্প

Google Alert – সশস্ত্র

ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গাজায় আগামী সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে বর্তমানে আলোচনার কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে স্পষ্ট নন তিনি। খবর রয়টার্সের।

এদিকে গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে হামাস জানিয়েছে, গাজায় আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে অভ্যন্তরীণ আলোচনা এবং অন্য ফিলিস্তিনি দল ও শক্তির সঙ্গে আলোচনার কাজ শেষ হয়েছে।

আরো বলা হয়, ‘ভ্রাতৃপ্রতিম’ মধ্যস্থতাকারীদের আমাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে। একে ইতিবাচক মনোভাব বলাই যায়। প্রস্তাবিত এ চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে অংশ নিতে হামাস সম্পূর্ণভাবে প্রস্তুত।

তবে এ চুক্তি বাস্তবায়ন উভয় পক্ষের জন্যই বেশ চ্যালেঞ্জিং। হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এক কর্মকর্তা জানিয়েছেন, মানবিক সহায়তা, মিসরের রাফা সীমান্ত পারাপার এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।

এর আগে গত মঙ্গলবার ট্রাম্প জানান, ইসরায়েল যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে। এই ৬০ দিনের যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও গাজায় যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়া হবে।

গাজার চিকিৎসকদের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র ও কুদস নিউজ নেটওয়ার্ক বলেছে, গতকাল মধ্যরাত থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *