Google Alert – সেনা
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় একটি সাঁজোয়া যানে বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। হামাসের যোদ্ধারা সুড়ঙ্গপথ ব্যবহার করে বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনার তথ্য রোববার সকালে নিশ্চিত করেছে আইডিএফ।
নিহত সেনারা হলেন ২২ বছর বয়সী ক্যাপ্টেন আমির সাদ ও ২০ বছর বয়সী সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা। তারা উভয়েই গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটে কর্মরত ছিলেন।
আইডিএফ জানায়, ঘটনার সময় সেনারা একটি নামির সাঁজোয়া যানের (এপিসি) ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ ওই যানটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে দুই সেনা নিহত হন এবং একজন কর্মকর্তা আহত হন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ দিয়ে উঠে এসে পূর্বপরিকল্পিতভাবে সাঁজোয়া যানের গতিপথে বিস্ফোরক স্থাপন করে। যন্ত্রচালিত যানটি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এছাড়া আরেকটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামাস সদস্যরা বোমা নিক্ষেপ করলেও তা বিস্ফোরিত হয়নি এবং কোনো হতাহত হয়নি।
বিস্ফোরণে নিহতদের বহনকারী যানটিতে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
উল্লেখ্য, একই দিন আহত এক ইসরায়েলি সেনাও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।